নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামের হরতালের কারণে এইচএসসি ও সমমানের ১২ মে বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে। আগামী ২০ মে এই পরীক্ষা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ‘১২ মে’র পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেওয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।’ জামায়াতের হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা পেছানো হল।
দলের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।

হরতালের জন্য পরিক্ষার পেছানোটা ঠিকনা। কারণ ছেলে মেয়েদের মন ভেঙ্গে যায় ফলে রেজাল্ট খারাপ হয়।