নিউজ ডেস্ক : সাকিব আল হাসান দেশের সেরা পারফর্মার। বিশ্বসেরা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে বিশ্বের যে কোনো দল এই ক্রিকেটারকে পেতে চায়। এসব স্বীকৃতি এমনি এমনিতে আসেনি। পারফর্মেন্স দেখিয়ে আদায় করে নিতে হয়েছে স্বীকৃতি। তবুও দলের প্রয়োজনে কখনো অবদান রাখতে না পারলে শুরু হয় সমালোচনা। সবারই খারাপ সময় আসে। সাকিবেরও এসেছিল। তাই শুনতে হয়েছে সমালোচনা। এমনকী কোচের মুখ থেকেও এসেছে কড়া কথা! শ্রীরঙ্কার বিপক্ষে জয় বাংলা টেস্ট সিরিজ সেরা হয়ে সব সমালোচনার উচিত জবাব দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
গল টেস্টে বড় ব্যবধানে হারের দায় অনেকাংশেই বর্তেছিল সাকিবের ওপর। দর্শক-সমর্থকদের সমালোচনা তো আছেই, খোদ কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে কঠিন এক মন্তব্য করে বসেছিলেন কলম্বো টেস্টের আগে। বোলিং শক্তি নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ রেগেমেগে তিনি বলে বসেন, “আমি ২০১০ সালের দিকে যে সাকিবকে দেখেছি। এখন ঠিক সেই সাকিব নেই। ”
এরপর কলম্বো টেস্টে দুই ইনিংসে ৬ উইকেট আর ১১৬+১৫ রানের দুটি ইনিংস। যা শততম টেস্টে জয় পাওয়ার পেছনে ভীষণ জরুরী ছিল। তাহলে কোচের কাছ থেকে এমন মন্তব্য শুনেই কি বদলে গেলেন সাকিব? সংবাদ সম্মেলনে হেসে হেসে বললেন, “সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। এ টেস্টের পরে হয়তো আবার বলবেন যে না ঠিকই আছে। আগের সাকিব আবার ফিরে এসেছে। ”
সাকিব আরও বললেন, পারফর্মেন্স নিয়ে সমালোচনায় তার আপত্তি নেই। ওসব নিয়ে চিন্তাও করেন না। সবসময় চান দলের জন্য অবদান রাখতে। ব্যক্তিগত পারফর্মেন্সের চাইতে দলের জন্য ভূমিকা রাখাতেই তার এখন বড় স্বস্তি। আর হাথুরু কী বললেন? তিনিও হেসে হেসে বললেন, “কই আমি বলেছিলাম নাকি? আসলে ২০১০ সালে ওকে ভীষণ বিপজ্জনক বোলার হিসেবে পেয়েছি। মাঝে ও ফর্মে ছিল না, তাই অমন কথা হয়ত বলেছিলাম। তবে কলম্বো টেস্টের আগে ওর সঙ্গে আমি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে দীর্ঘসময় কথা বলেছি। এটাই ওকে উপকৃত করেছে।
Be the first to comment on "হাথুরুসিংহেকে দারুণ জবাব দিলেন সাকিব!"