নিউজ ডেস্ক : এশিয়ার চিরবৈরী দুই দেশ হলো ভারত আর পাকিস্তান। প্রায় সব সময়ই দুই দেশের মাঝে রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে। মাঝে মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায় জঙ্গিদের জন্য। সর্বশেষ কাশ্মীর সেনাঘাটিতে জঙ্গি হামলার পর অনেকদিন ধরেই দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। বলিউড থেকে শুরু করে ক্রিকেট মাঠে পর্যন্ত দুই দল এক হতে চায় না। বিশেষ করে ভারত আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরী করতে চায় না। এমতাবস্থায় বোমা ফাটালেন পাকিস্তানের ক্ষুদ্র সংস্করণের অধিনায়ক সরফরাজ আহমেদ।
সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে সর্বশেষ ওয়ানডে। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখা। এরপর অনেকবার উদ্যোগ নেওয়া হলেও ব্যর্থ হয়েছে সবগুলোই। পেছনে সেই রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তানের পক্ষ থেকে বারবার প্রস্তাব গেছে বিসিসিআই বরাবর। নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েও ভারতকে টানতে পারেনি পাকিস্তান। কিন্তু সরফরাজ এসব রাজনৈতিক কারণকে কোনো কারণই মনে করেন না। তার বক্তব্য, “সম্ভবত পরাজয়ের ভয়েই ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না। ”
তার এই বক্তব্যের পর উত্তাল হয়ে উঠেছে ভারতের সোশ্যাল সাইট। সরফরাজের মুণ্ডুপাত করা হচ্ছে জোরেশোরেই। কারণ ভারতের বিপক্ষে ২০১৪ সালে সর্বশেষ জয় পেয়েছিল পাকিস্তান। পরের ৪টি ম্যাচেই জয় পেয়েছিল ভারত। কিন্তু সার্বিক পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। ১৯৮৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওয়ানডে ম্যাচে দুই দলের ১২৭ বারের দেখায় ৭২ বার জয় তুলে নিয়েছে পাকিস্তান। ৫১ বার পেয়েছে ভারত। দুই দলের টেস্ট সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০০৭ সালে। ৫৯ টেস্ট ম্যাচে ১২টি জিতেছে পাকিস্তান, ৯টি জিতেছে ভারত। ড্র হয়েছে ৩৮টি ম্যাচ।
Be the first to comment on "‘হারার ভয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত!’"