শিরোনাম

৩৯তম বিশেষ বিসিএস-এ ১৩৭৫০ জন উত্তীর্ণ

৩৯তম বিশেষ বিসিএস-এ ১৩৭৫০ জন উত্তীর্ণ

নিউজ ডেস্ক॥ ৩৯তম বিশেষ বিসিএস’র এমসিকিউ ধাঁচের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে উল্টীর্ণদের মৌখিক পরীক্ষার সময় শিগগিরই ঘোষণা করা হবে। উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন রয়েছেন। ফলাফল পিএসসি’র ওয়েবসাইটেিি .িনঢ়ংপ.মড়া.নফ প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও টেলিটক নম্বর থেকে এসএমএস’র মাধ্যমে এই ফল জানতে চঝঈ লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে জবমরংঃৎধঃরড়হ নম্বর লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ৩৯তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৮ই এপ্রিল।
এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএস-এ ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচহাজার চিকিৎসক নেয়া হবে। বিশেষ এ বিসিএস-এ ২০০ নম্বরের এমসিকিউ ধাঁচের লিখিত পরীক্ষা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "৩৯তম বিশেষ বিসিএস-এ ১৩৭৫০ জন উত্তীর্ণ"

Leave a comment

Your email address will not be published.


*