লোহাগড়ায় ভুয়া চিকিৎসকের ৩মাসের কারাদন্ড

লোহাগড়ায় ভুয়া চিকিৎসকের ৩মাসের কারাদন্ড

বাপ্পী বিশ্বাস, লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় মো:শফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলাল একং পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ’নুর মদিনা হাসপাতালে‘ অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূয়া ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন রোগ ও রোগীর অপ-চিকিৎসা করে আসছিলেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি: সংগৃহীত

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভুয়া চিকিৎসকের ৩মাসের কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*