নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আশরাফ আলী নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে লোহাগড়া থানা-পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বাড়ী উপজেলার আড়িয়ারা গ্রামে । তিনি জয়পুর ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসুচির চালের ডিলার ।
জানা গেছে, গত ১৬ এপ্রিল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রিত ৫০ কেজি চাল জব্দ করেন। এ সময় তিন ক্রেতাকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ডিলার আশরাফ আলী কৌশলে পালিয়ে যায়। পরে তার নামে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলা তদন্ত কারী কর্মকর্তা এসআই মিলটন কুমার দেবদাস গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।
লোহগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "লোহাগড়ায় ১০ টাকার চাল কালোবাজারে বিক্রি,ডিলার গ্রেফতার"