নিউজ ডেস্ক: ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানের পর ঢাকা মহানগর পুলিশের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে ভেতরের দৃশ্য।
-
জঙ্গি আস্তানায় পাওয়া গেছে কলেমা লেখা কালো পতাকা। ঠিক একই রকম পতাকা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস। ছবি: ডিএমপি
-
সোয়াটের অভিযান শেষে জাহাজ বাড়ি নামে পরিচিতি ওই ভবনের সিঁড়িতে পড়ে আছে গুলির খোসা। ছবি: ডিএমপি
-
কল্যাণপুরের সন্দেহভাজন জঙ্গিদের পরনে ছিল কালো পাঞ্জাবি, মাথায় লাল-সাদা স্কার্ফ। আস্তানার ভেতরেও একই ধরনের পোশাক পাওয়া গেছে। একই ধরনের পোশাকে গুলশানের হামলাকারীদের ছবি প্রকাশ করেছিল আইএস। ছবি: ডিএমপি
-
পঞ্চম তলার ওই আস্তানায় পাওয়া গেছে বেশ কিছু বইখাতা, যার মধ্যে নোটবইও রয়েছে। ছবি: ডিএমপি
-
তাজ মঞ্জিলের পঞ্চম তলায় বেশ কিছু ব্যাগ পেয়েছে পুলিশ, যে ধরনের ব্যাগ গুলশানের হামলাকারীরাও ব্যবহার করেছিল। ছবি: ডিএমপি
-
জঙ্গি আস্তানার এই ছবিতে দেখা যাচ্ছে ওই বাসার রান্নাঘর।
-
জঙ্গি আস্তানায় স্তূপ করে রাখা ব্যাগ আর কাপড় চোপড়ের মধ্যে দুটো ল্যাপটপও দেখা যায়।
-
জঙ্গি আস্তানায় একটি ব্যাগের ভেতরে মোবাইল ফোন আর মডেমের বাক্স, সঙ্গে খাতাপত্র, স্কার্ফ। ছবি: ডিএমপি
-
টাকার সঙ্গে আর কী পুড়িয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা? ছবি: ডিএমপি
-
সন্দেহভাজন জঙ্গিদের ওই আস্তানায় কোনো আসবাবপত্রের দেখা মেলেনি, এক জানালায় টানানো ছিল আইএস এর পতাকা। ছবি: ডিএমপি
Be the first to comment on "কী মিলেছে সেই জঙ্গি আস্তানায়?"