শিরোনাম

অবসর শেষে আবারো নাটকপাড়ায় সাবিলা নূর

নিউজ ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী সাবিলা নূর। জনপ্রিয়তাও দারুণ। গত দুই ঈদে রেকর্ড পরিমাণ নাটক-টেলিছবিতে কাজ করেছেন। শুধু কাজ করলেই তো হবে না, একটু হাঁফ ছাড়ার সময় তো চাই। তাই ঈদুল আজহার পর অনেকটা সময় বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী।

কিন্তু অসংখ্য ভক্ত যার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে আছে তার কি আর বেশিদিন বিশ্রামে থাকা চলে? তাই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন সাবিলা। নভেম্বর থেকেই তার নতুন নাটকের কাজ শুরু হবে। দুটি এক ঘন্টার নাটকে অপূর্ব এবং সিয়ামের সহশিল্পী হিসেবে কাজ করবেন তিনি।

সাম্প্রতিক সময়ে সাবিলা অভিনীত কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে এজাজ মুন্নার ‘আস্থা’, রেদওয়ান রনির ‘ক্যান্ডি ক্রাশ’ ইত্যাদি। তবে বিবিএর ছাত্রী হওয়ায় ক্লাশ যাতে কামাই না হয় সেজন্য বেছে বেছে ধারাবাহিকে কাজ করবেন বলে জানান সাবিলা।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অবসর শেষে আবারো নাটকপাড়ায় সাবিলা নূর"

Leave a comment

Your email address will not be published.


*