নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি পার্কের রাইডার দুর্ঘটনায় প্রাপ্তবয়স্ক চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
২৫ অক্টোবর দেশটির কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের গোল্ড কোস্ট মেট্রোপলিটন শহরের ড্রিমওয়ার্ল্ড থিম পার্কে দুর্ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
কুইন্সল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার পার্কের ‘থান্ডার রিভার রেপিডস রাইড’ নামে একটি রাইড দুর্ঘটনা কবলিত হলে চারজন মারা যান। নিহত চারজনের মধ্যে দু’জন রাইড থেকে দূরে ছিটকে পড়ে এবং অপর দুইজন রাইডারটির বেল্ট সিস্টেমের ফাঁদের পড়ে মারা যান।
ওই দুর্ঘটনা পরপরই ঘটনার কারণ অনুসন্ধানে তৎপরতা শুরু করেছে স্থানীয় পুলিশ।
Be the first to comment on "অস্ট্রেলিয়ায় পার্কের রাইডার দুর্ঘটনায় প্রাণহানি ৪"