নিউজ ডেস্ক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সংসদ সচিবালয়। আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়। বাকি সভাগুলো হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সার্জেন্ট-অ্যাট-আর্মস ক্যাপ্টেন মোশতাক আহমেদ বলেন, “আইপিইউ সম্মেলন চলাকালীন সংসদ সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ওই সময়ে সংসদের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। ”
১ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানের দিন আইপিউ সম্মেলন উপলক্ষে দেওয়া পরিচয়পত্র ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ঢাকায় এবারই প্রথমবারের মত আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়, ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিস: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল-বিয়িং ফর অল’।
Be the first to comment on "আইপিইউ সম্মেলন : সংসদ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি"