নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের নতুন তারিখ আগামী ১০ ও ১১ জুলাই নির্ধারণ করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ১০ ও ১১ জুলাই সম্মেলনের দিন ঠিক হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমাদের সম্মেলনে যারা কাউন্সিলর, ডেলিগেট আসেন, তারা তৃণমূল থেকে আসেন। নির্বাচন চলাকালে সম্মেলন হলে তারা আসতে পারবেন না। এ নির্বাচনের জন্য সম্মেলনের দিন পেছানো হচ্ছে।
২০১২ সালে ডিসেম্বরে আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ ফুরালেও কাউন্সিল করতে তিন মাস সময় নেয় দলটি।
Be the first to comment on "আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই"