নিউজ ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ হামলার পর আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। এবার হামলার শিকার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হারুণাবাদ অঞ্চলের বহালনগরের একটি স্কুল।
পাকিস্তান গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকালে দুই সশস্ত্র জঙ্গি ওই স্কুলে ঢুকে পড়ে। ঢোকা মাত্র এলোপাথাড়ি গুলি ছোঁড়া শুরু করে তারা। হতাহতের কোন খবর এখনও পর্যন্ত নিশ্চিত য়করা সম্ভব হনি। ঘটনার পরপরই বিপুল সংখ্যাক পুলিশবাহিনী ঘিরে ফেলেছে স্কুলটিকে। চলছে অভিযান। শিক্ষর্থীদের স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা গেছে। তবে জঙ্গিরা কাউকে জিম্মি করে রেখেছে কিনা, তা নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।
কিছুদিন আগেই কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে একই কায়দায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৬১ জনের। এদিনের জঙ্গি হামলাতেও সেই আতঙ্ক ফিরে এসেছে।
Be the first to comment on "আবারও জঙ্গি হামলা পাকিস্তানের স্কুলে"