শিরোনাম

আমি উন্মুক্ত, আমি সবার, সবাই আমার আপন -এমপি মাশরাফি

আমি উন্মুক্ত, আমি সবার, সবাই আমার আপন -এমপি মাশরাফি

নিউজ ডেস্ক ॥ নড়াইল-২ আসনের সাংসদ এবং বাংলাদেশ সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, রাজনীতিতে আমার নিজের কোনো লোক নেই, আমি তৈরিও করতে চাই না। আমি উন্মুক্ত, আমি সবার, সবাই আমার আপন। রাজনীতি আমার পেশা নয়, এটি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবা ও উপকারের জন্য। আমার পেশা খেলা, আর রাজনীতি হলো নেশা। বুধবার (১৮মার্চ) উপজেলা আ’লীগের উদ্যোগে তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লোহাগড়া কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ১২টি ইউনিয়নের সভাপতি,সম্পাদকর্ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। মত বিনিময় সভাটি সাড়ে ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।
এমপি মাশরাফি বলেন, পেশা দিয়ে আয় করতে হয়। খেলার অর্থ দিয়ে আমার সংসার চলে। তাই পায়ে ব্যথা থাকলেও আমি খেলি। সেজন্য ক্রিকেট ছাড়ি না। খেলা শেষে ব্যবসা করব। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তা আমার নেই। তিনি বলেন, অনেকেই বলছেন এক বছর হয়ে গেল সংসদ সদস্য হয়েছি। তবু খেলা ছাড়ছি না। এলাকায় থাকছি না। আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি আমাকে এলাকায় দেখতে চান? নাকি উন্নয়ন চান? আমি এলাকার উন্নয়ন নিয়ে দৌড়াচ্ছি। নড়াইলের উন্নয়ন আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প তৈরি করা হচ্ছে। এসব প্রকল্প প্রক্রিয়া হয়ে কাজ শুরু হতে দেরি হয়। আমি এলাকার জন্য সচিবালয়ে এক দপ্তর থেকে অন্য দপ্তরে দৌড়াচ্ছি। দুই-তিন বছরের মধ্যে আপনারা এর ফল পাবেন। তিনি প্রশ্ন করেন, গেল এক বছরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে ? সত্যি করে বলেন। এটা আপনাদের কাছ থেকে সরাসরি জানা দরকার। এসময় উপস্থিত সবাই হাত তুলে বলেন-না, না। মাশরাফি বলেন, রাজনীতিতে আমার নিজের কোনো লোক নেই। আমি তৈরিও করতে চাই না। আমি সবার, আমি উন্মুক্ত, সবাই আমার আপন। যে কেউ কোনোভাবে বঞ্চিত হলে আমার কাছে সরাসরি বলবেন, দেখবেন ব্যবস্থা হচ্ছে। তিনি অনুরোধ করেন, আমার কোনো ভুল থাকলে সরাসরি আমাকে বলবেন, শুধরে দেবেন। আমি খুশি হবো। আ’লীগের কোনো কমিটি নিয়ে আমি কথা বলি না। আমি আছি এলাকার উন্নয়ন নিয়ে, মানুষের সেবা নিয়ে। এটি নিয়েই থাকতে চাই।
এ সময় মাশরাফি তার মুঠোফোন নম্বর সবাইকে বলে দেন এবং যে কোনো ব্যাপারে ফোন দেয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আমি উন্মুক্ত, আমি সবার, সবাই আমার আপন -এমপি মাশরাফি"

Leave a comment

Your email address will not be published.


*