নিউজ ডেস্ক : সাধারণ আর পাঁচজনের সঙ্গে কোথাও যেন মিল আমীর খানের। বাড়ির লোকজন চাননি তিনি অভিনেতা হন। তাই আমীরকে বাড়িতে মিথ্যা কথা বলে লুকিয়ে লুকিয়ে শুটিং–এ যেতে হত। অথচ বাড়িতে অভিনয়ের চর্চা ছিল না এমন নয়। বাড়িতে ছিলেন দুইজন পরিচালক— বাবা তাহির হুসেন এবং কাকা নাসির হুসেন। সেই বাবা–কাকাও চাইতেন না আমীর অভিনয় করুন। কারণটাও চমকে দেয়ার মত, ‘সে সময় মনে করা হত সিনেমা ভাল জায়গা নয়। আমাকেও বলা হত সিনেমায় যেও না।’ মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম উৎসবের একান্ত আলাপচারিতায় অকপটে জানালেন আমির খান। একেবারে মধ্যবিত্ত বাড়ির লোকজনের মানসিকতা থেকেই তাঁরা চাইতেন আমীর কোনো ‘সুস্থির’ কাজ করুন। কেননা, সিনেমার কাজ বড়ই ওঠানামার। মু্ম্বাই আন্তর্জাতিক ফিল্ম উৎসবে মেয়ে ইরা খানকে সঙ্গে নিয়ে অভিনয় শুরু নিয়ে এমনই নানা কথা শোনালেন আমীর খান। তবে সকলের নজর গিয়ে পড়ে মেরুন পোশাক, পেনসিল হিলের জুতা পরিহিতা ইরার দিকে। আলোকচিত্রীদের অনুরোধে একক ছবিও তোলাতে হয় ১৭ বছর বয়সী ইরাকে। নিজের দেয়া দীপাবলির পার্টিতে প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমীর। সেবার সবুজ লো ওয়েস্ট শাড়ি পরে সকলকে ম্লান করে দেন ইরা। পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মারা উপস্থিত থাকলেও বলাবলি শুরু হয়ে যায়, স্টাইলে ইরা যেন সকলকে ছাপিয়ে গেছেন। সেই থেকে সকলের আলোচনায় ইরা। কবে তিনি সিনেমায় অভিনয় শুরু করছেন, সেই প্রশ্নে উন্মুখ বলিউড।
সূত্র: আজকাল
Be the first to comment on "আমীর অভিনয় করুন, বাড়ির লোকজন চাননি"