বিশ্ব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছুদিন আগে এক সম্মেলনে বলেছিলেন, আল্লাহর ৯৯টি নাম আছে। তবে ৯৯টি নামের কোনোটির সঙ্গেই সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। তার ওই বক্তব্যের পর মুসলমানদের প্রতি তার পূর্ণ সমর্থন প্রকাশ পায়। নতুন করে আবারো ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন মোদি। হঠাৎ আযান শুরু হলে বক্তব্য থামিয়ে দেন মোদি। প্রায় ৫ মিনিট ৩০ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখেন তিনি।
রোববার খড়গপুরের এক নির্বাচনি জনসভায় মোদি বক্তব্য রাখায় সময় পার্শ্ববতী এক মসজিদ থেকে আযানের ধ্বনি শুনে নিজের মাইক্রোফোন নীচু করে দেন এবং বক্তব্য বন্ধ রাখেন। এ সময় লোকজনের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলে তিনি দু’হাত দিয়ে তাদেরকে বসে পড়া অথবা থামার ইঙ্গিত করেন। আযান শেষ হলে প্রধানমন্ত্রী বলেন, আযান চলছিল, আমাদের কারো উপাসনা বা প্রার্থনায় যাতে অসুবিধা না হয় সেজন্য আমি কিছু সময় বিরতি দিয়েছি।
Be the first to comment on "আযানের সময় ভাষণ বন্ধ রাখলেন মোদি"