নিউজ ডেস্ক : আশকোনায় র্যাবের ব্যারাকে গত শুক্রবার এক যুবক আত্মঘাতী হওয়ার পর আরেক যুবককে গ্রেপ্তার করেছিল র্যাব, যার মৃত্যু হয়েছে হাসপাতালে। গত শুক্রবার হামলার পর কাউকে গ্রেপ্তারের কথা জানানো হয়নি।
গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ আসার পর বিষয়টি প্রকাশ পায়। অপরদিকে গতকাল খিলগাঁওয়ে র্যাবের চেকপোষ্টে মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছে গুলিতে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে আশকোনা এলাকা থেকেই ওই যুবককে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। র্যাব ওই ব্যক্তিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। এরপর লাশ ওই হাসপাতালেই ছিল। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার বিকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
Be the first to comment on "আশকোনায় র্যাবের হাতে আটককৃত যুবকের মৃত্যু"