নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগার আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল সাড়ে ৬টায় লাগা আগুন ৯টায় নিয়ন্ত্রণে আসে। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভোর সাড়ে ৬টার দিকে সিনহা গার্মেন্টের ১২তলার সুইং বিভাগে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি জানান, ঢাকা ও ডেমরা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনহা গ্রুপের একজন কর্মকর্তা জানান, গার্মেন্টের ১২তলায় সুইং বিভাগের মেশিনারিজ ছিল। আগুনে মেশিনগুলো পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Be the first to comment on "আড়াই ঘণ্টা পর কাঁচপুরের আগুন নিয়ন্ত্রণে"