নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশন সমাপ্ত হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনা শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে সমাপ্তি ঘোষণা করেন।
সম্মেলনের প্রথম দিন দুটি অধিবেশন হয়। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশন শুরু হয়। সকাল ১০টা ১৩ মিনিটে এর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শেখ হাসিনা। জোহরের নামাজের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন।
রবিবার সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হবে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট ও বিদেশি অতিথিরা যোগ দিয়েছেন।
Be the first to comment on "আ.লীগের সম্মেলনের প্রথম দিনের অধিবেশন সমাপ্ত"