শিরোনাম

ইউসিবিএলের নতুন চেয়ারম্যান এম এ সবুর

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন এম এ সবুর।

বৃহস্পতিবার ইউসিবির প্রধান কার্যালয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় বোর্ড চেয়ারম্যানসহ ভাইস-চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ইসি চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এবং মো. জাহাঙ্গীর আলম খানকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এম এ সবুর দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবী, ব্যবসা ও শিল্পাঙ্গনে কর্পোরেট গর্ভন্যান্স প্রতিষ্ঠায় অন্যতম পথিকৃত এবং মাসকো ও ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পোদ্যোক্তা আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক।

নতুন ইসি চেয়ারম্যান তরুণ শিল্পোদ্যোক্তা শওকত আজিজ রাসেল, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানকে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইউসিবিএলের নতুন চেয়ারম্যান এম এ সবুর"

Leave a comment

Your email address will not be published.


*