শিরোনাম

এমপি ছানোয়ারকে লাঞ্চনার ঘটনা সংবাদিকদের সাজানো : কাদের

নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনকে লাঞ্চনার ঘটনা সাংবাদিকদের সাজানো বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (২৬ ফেবুয়ারি) সকালে জাতীয় ঈদগাহের গেটের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনঅনুনোমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শন এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
আপনার (ওবায়দুল কাদের) হাতে এমপি ছানোয়ার হোসেন লাঞ্চিত হয়েছিল অভিযোগ উঠেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এ ব্যাপারে নো কমেন্টস। আর সংসদ সদস্য তো বলে দিয়েছেন সেখানে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।’
কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার। এ পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু তার গায়ে হাত দেওয়ার অধিকার আমার নেই। আর সেটা (লাঞ্চিত হওয়ার ঘটনা) সংসদ সদস্য (ছানোয়ার হোসেন) বলেনি। সেখানে কোনো সাংবাদিক ছিল না। ওটা কোন আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে, গুছিয়ে লেখা হয়েছে। যেখানে সংসদ সদস্য অস্বীকার করেছেন, সেটাকে নিয়ে এত তেতো বানানোর কোনো প্রয়োজন ছিল না।’
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি রাতে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেনকে ওবায়দুল কাদের চড়-থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ উঠেছিল। সেদিন রাতে ছানোয়ার হোসেন বিষয়টি স্বীকারও করেছিলেন। কিন্তু পরের দিন সকালে গণমাধ্যমের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এদিকে সাজা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, ‘এটা তিনি অন্য কারণে বলেছেন। আমি বুঝি না বিএনপি নেতারা কেন ধরেই নিয়েছেন মামলায় বেগম জিয়ার দণ্ড হবে। এটা এখনও যদির মধ্যে আছে, দণ্ড হলেও হতে পারে। মামলা যখন হয়েছে দণ্ড হলেও হতে পারে, নাও হতে পারে। আদালত তাকে (বেগম খালেদা জিয়া) খালাসও দিয়ে দিতে পারেন। এটা আদালতের বিষয়, তাই আমি আগাম কিভাবে বলবো তিনি (বেগম খালেদা জিয়া) জেলে যাবেন।’
তিনি বলেন, ‘মওদুদ সাহেবতো একজন বিজ্ঞ আইনজীবী। তিনি ভালো করেই জানেন, নিম্ন আদালতে একটা রায় হলে, সেই রায়টা হয়তো তিনি (মওদুদ আহমেদ) ভেবেছেন হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে করিয়ে চূড়ান্ত রায় হতে সময় নিবেন। এ সময়ের মধ্যে হয়তো নির্বাচনের সময় এসে যাবে। তাই এই বোধ থেকেই হয়তো তিনি এ মন্তব্য করেছেন।’
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগে চলা পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মামলার রায়ের পর পরিবহন শ্রমিকরা আমার কাছে পরামর্শ চেয়েছিল। তখন আমি তাদের বলেছিলাম আদালতের রায় অমান্য করা যাবে না। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে আপিল করতে পারেন। কিন্ত ‍অযৌক্তিক ধর্মঘট করে জনগণের ভোগান্তি বাড়বে, এতে তাদের কোনো লাভ হবে না।’
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়ানো হবে কিনা? এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘গ্যাসের যখন দাম বৃদ্ধিতে পরিবহনে একটা প্রতিক্রিয়া আসে। গ্যাসের মূল্য বৃদ্ধির পরে আমরা পরিবহনের ভাড়া বাড়ায়নি এমন প্রমাণও আছে। পরিবহনের ভাড়া নির্ধারণে বিআরটিএ’র একটি কমিটি আছে। তারা তেল এবং গ্যাসের দাম বাড়ার পর পরিবহনের স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেন। এখানে বাড়ানো হতো পারে আবার পূর্বেরটাও থাকতে পারে। তবে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।’
সিএনজি চালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি যখন মানিক মিয়া এভিনউতে অভিযান চালায়, সেই সংবাদ অনেকেই পেয়ে যান এবং সচেতন হয়ে যান। কিন্তু এখানে (জাতীয় ঈদগাহ) সচেতন হওয়ার বিষয় নেই। এখানে যে সকল সিএনজি এসেছে তার সবগুলোই প্রায় আমি চেক করেছি। মিটার নিয়ে যে কথাটা আছে তা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। মিটারচালিত সিএনজি অটোরিকশার সুফল পাওয়া যাচ্ছে না, তা সঠিক নয়।’
রাজধানীতে রবিবার (২৬ ফেব্রুয়ারি) তিন স্থানে অভিযান চলছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় ঈদগাহের সামনে ছাড়াও বাকী দুটি হল জাতীয় প্রেসক্লাব এবং হোটেল রেডিসনের সামনে। জাতীয় ঈদগাহ ও প্রেসক্লাবের সামনে একঘণ্টার অভিযানে ২১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, ৫টি গাড়ি ডাম্পিং এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এমপি ছানোয়ারকে লাঞ্চনার ঘটনা সংবাদিকদের সাজানো : কাদের"

Leave a comment

Your email address will not be published.


*