শিরোনাম

ঐশ্বরিয়াকে ‘খুন’ করতে চান করণ জোহর!

নিউজ ডেস্ক : শিরোনাম দেখে হবাক হচ্ছেন নিশ্চয়ই। হওয়ারই কথা। কারণ বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাইকে খুন করতে চান, তা আবারও সেটা প্রকাশ্যে বলছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। আসলে বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। তারপরও এমন কথা যে করণ জোহর বলেছেন সেটা সত্যি। তবে সেটা কেবল মজার ছলে।

সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানে সঞ্চালক কোয়ের পুরী করণকে তাঁরই চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর র‌্যাপিড ফায়ার রাউন্ডের ধাঁচে একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকেন। এরই মধ্যে একটি প্রশ্ন ছিল শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই এবং সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে কাকে তিনি বিয়ে করতে চান, কাকে খুন করতে চান আর কার সঙ্গে নিজের নাম জড়াতে চান।

প্রশ্ন শেষ হতেই করণের উত্তর, শাহরুখের সঙ্গে বিয়ে করতে চাই। তার কারণটাও কিন্তু চমৎকার। করণের কথায়, শাহরুখের অসাধারণ একটা বাড়ি আছে। কিন্তু প্রথম উত্তরটা দেওয়ার পরই একটু থতমত খেয়ে যান করণ। কারণ পড়ে থাকা ঐশ্বরিয়া ও সিদ্ধার্থকে খুন আর হুক আপের মধ্যে ফিট করা তখনও যে বাকি ছিল। তাই কিছুটা ভেবে করণ বলেন বাকি দু’জনকেই তিনি খুন করতে চান। কারণ কোন বিতর্কিত প্রশ্নের উত্তর তিনি দিতে চান না।
সূত্র: ওয়ান ইন্ডিয়া ডট কম।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ঐশ্বরিয়াকে ‘খুন’ করতে চান করণ জোহর!"

Leave a comment

Your email address will not be published.


*