শিরোনাম

ওজিলের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়

নিউজ ডেস্ক : মেসুত ওজিলের হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লুদোগোরেতসকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে এ জয়ে টানা দ্বিতীয় জয় পেলো আর্সেন ভেঙ্গারের দল।

আর্সেনালের পক্ষে অন্য তিন গোল করেন আলেক্সিস সানচেস, থিও ওয়ালকট ও অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল।

চিলির স্ট্রাইকার সানচেসের গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ৪২তম মিনিটে গোল করেন ওয়ালকট। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন চেম্বারলেইন। কিয়েরন গিবসের নীচু ক্রস এক জনের পায়ে লেগে ১২ গজ দূরে ফাঁকায় পেয়ে যান ইংল্যান্ডের এই মিডফিল্ডার, নীচু শটে বল জালে জড়ান।

৫৬তম মিনিটে প্রতি আক্রমণে স্কোরলাইন ৪-০ করেন ওজিল। শেষ দিকে চার মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন ওজিল। ৮৩তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেসের ক্রসে হাফ-ভলিতে বল জালে জড়ান। আর ৮৭তম মিনিটে পেরেসের বাড়ানো বল ধরে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে শেষ গোলটি করেন তিনি।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ওজিলের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়"

Leave a comment

Your email address will not be published.


*