নিউজ ডেস্ক : ওয়েলিংটন টেস্টের আগে হোঁচটই খেল নিউজিল্যান্ড। পায়ের ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ রস টেইলর। এবার ইনজুরির কারণে দলের সেরা পেসার ট্রেন্ট বোল্টকেও থাকতে হচ্ছে দলের বাইরেই।
ওয়েলিংটনে আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এ টেস্টে টেইলর ও বোল্টকে ছাড়াই মাঠে নামতে হবে কিউইদের।
কিউইদের হয়ে বোল্টের বোলিং পরিসংখ্যান বেশ উজ্জ্বল। তিনি ৫০ টেস্টে ১৯০টি উইকেট নিয়েছেন। ফলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে তার অনুপস্থিতি দলের পেস অ্যাটাকের জন্য উদ্বেগের কারণ হয়েই দাঁড়িয়েছে। বোল্টের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন টিম সাউদি কিংবা ম্যাট হেনরি।
ডানেডিনে প্রথম টেস্টটি বৃষ্টি বিঘ্নিত হলে ড্র ঘোষণা করা হয়। ওই টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে বোল্ট মাঠ ছাড়েন ‘হিপ’ ইনজুরি নিয়ে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভার বোলিং করেন ২৭ বছর বয়সি এ বাঁহাতি বোলার।
Be the first to comment on "ওয়েলিংটনে কিউই দলে নেই টেইলর-বোল্ট"