নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান ‘স্টর্ম-২৬’-এ নিহত ৯ জঙ্গির মোট ৮ জনের পরিচয় জানা গেছে। পুলিশের দেয়া তথ্য মতে, তাদের মধ্যে তিনজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং তিনজন মাদরাসার শিক্ষার্থী। বাকি দুইজনের মধ্যে একজন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং অপরজন স্বল্পশিক্ষিত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি জানান, কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহতদের মধ্যে তাজ-উল-হক রাশিক, আকিতুজ্জামান খান, সাজাদ রউফ ওরফে অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এছাড়া আব্দুল্লাহ, আবু হাকিম নাইম, রায়হান খান মাদরাসার ছাত্র।
বাকি দুইজনের মধ্যে মো. জোবায়ের হোসেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং মো. মতিয়ার রহমান ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়েছে বলে জানা গেছে।
মনিরুল ইসলাম জানান, নিহত আব্দুল্লাহ কওমি মাদরাসা থেকে দাওড়া পাস করেছে। এরপর তিনি কওমি মাদরাসা ত্যাগ করে আলিয়া মাদরাসা থেকে দাখিল পাস করে।
এছাড়া আরেক মাদরাসা শিক্ষার্থী রায়হান কবির ওরফে তারেক হুজি কমান্ডার ছিল। সে আশুলিয়া পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত। সে তারেক নামে পরিচিত থাকলেও তার পরিবারের কেউ তাকে তারেক নামে চিনতো না। রায়হান প্রায় ১ বছর ধরে নিখোঁজ। পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় যারা নিহত হয়েছে, তাদের সঙ্গে কল্যাণপুরে নিহতদের যোগাযোগ ছিল। অপারেশন শেষে উদ্ধার হওয়া জিনিসপত্র, বিস্ফোরকসহ সকল উপকরণই তা প্রমাণ করে।
এদের মধ্যে ঘটনাস্থল থেকে ইকবাল পালিয়ে গেছে, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার সন্ধানে কাজ করছে পুলিশ।
Be the first to comment on "কল্যাণপুরের ৩ জঙ্গি নর্থ সাউথের, ৩ জন মাদরাসার"