শিরোনাম

কারপতস দ্বীপে বিধ্বস্ত হয়েছে মিসরের সেই বিমান

An EgyptAir Airbus A-320 sits on the tarmac of Larnaca airport after it was hijacked and diverted to Cyprus on March 29, 2016. A hijacker seized an Egyptian airliner and forced it to land in Cyprus, but nearly all of the passengers were quickly released and officials said the incident was not linked to terrorism. / AFP / BEHROUZ MEHRI

নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের বিমানটি গ্রিসের কারপতস দ্বীপের কাছে বিধ্বস্ত হয়েছে। গ্রিস এভিয়েশনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রিস এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রাত ৩টা ২৯মিনিটে এজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস-৮০৪ বিমানটি মিসরের আকাশসীমায় ছিল। পরে গ্রিসের আকাশে থাকা অবস্থায় রাডারের বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে তিন শিশু, সাত ক্রু ও তিন নিরাপত্তা কর্মকর্তাসহ ৫৬ যাত্রী ছিলেন। গ্রিসের কারপতস দ্বীপের ১৩০ নটিক্যাল মাইল এলাকার মধ্যে এটি বিধ্বস্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তিন মিনিট আগে বিমানের পাইলটের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় তল্লাশির জন্য দুটি বিমান ও একটি রণতরি মোতায়েন করা হয়েছে।

এজিপ্ট এয়ার এএফপিকে জানিয়েছে, ৫৬ আরোহীর মধ্যে ২৬ বিদেশি নাগরিক ছিল। এদের মধ্যে ফ্রান্সের ১৫, ব্রিটেন ও কানাডার একজন করে নাগরিক আছেন।

basic-bank

Be the first to comment on "কারপতস দ্বীপে বিধ্বস্ত হয়েছে মিসরের সেই বিমান"

Leave a comment

Your email address will not be published.


*