শিরোনাম

কাশ্মিরে পিডিপি’র মন্ত্রীর বাড়িতে জঙ্গি হামলা

নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মিরের অনন্তবাগ জেলায় পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’র (পিডিপি) মন্ত্রী আব্দুল রেহমান বারির বাড়িতে জঙ্গি হামলা হয়েছে। সোমবার দুই থেকে তিনজন জঙ্গি আচমকাই গুলি চালাতে শুরু করে ওই বাড়িতে। গুলির শব্দ শোনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। অনন্তনাগে পিডিপির মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, এই খবর চাউর হওয়ার পর পরই গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। মন্ত্রীর বাড়িতে যাতে জঙ্গিরা ঢুকতে না পরে, তার জন্য শ্যেন দৃষ্টিতে পাহারা দেওয়া শুরু করে সেনাবাহিনী।

সেনা এবং পুলিশ বাহিনী পাল্টা গুলি চালানো শুরু করলেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, জম্মু কাশ্মীরের কাঠুয়া বাজারে মঙ্গলবার আচমকাই একটি বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রবিবার রাত থেকেই আর এস পুরা, পুলওয়ামাসহ একাধিক জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। সেই সঙ্গে সীমান্ত টপকে ভারতে জঙ্গি ঢুকিয়ে হামলা চালানোর চেষ্টাও শুরু করেছে পাকিস্তান, দাবি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডটকম ও ডিএনএ ইন্ডিয়ার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কাশ্মিরে পিডিপি’র মন্ত্রীর বাড়িতে জঙ্গি হামলা"

Leave a comment

Your email address will not be published.


*