নিউজ ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুর কাঁচির আঘাতে সোহেল (২৫) নামে অপর এক বন্ধু নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুঠিয়া মাঠে তুচ্ছ একটি বিষয় নিয়ে সোহেল ও রবিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে রবিন কাঁচি দিয়ে সোহেলের পেটে আঘাত করলেও তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় রবিন ও অপর বন্ধু সবুজ সোহেলকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরও জানান, নিহত সোহেল দক্ষিণ কেরানীগঞ্জ ধরিপাড়া এলাকায় থাকে এবং একটি দর্জির দোকানে কাজ করে। এ ঘটনার পর রবিনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Be the first to comment on "কেরানীগঞ্জে কাঁচির আঘাতে বন্ধু খুন"