শিরোনাম

খালেদার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক : দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাজা হলে আগামি জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের মাদ্রা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ ও এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে তাদের বিচার হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না এ বিষয়ে সময়মত আদালতই সিদ্ধান্ত দিবে। তারপরও বিএনপি নির্বাচনে আসতে তাদের স্বাগত জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব সাইফুল হাসান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদর, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানসহ আরও অনেকে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খালেদার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : বাহাউদ্দিন নাছিম"

Leave a comment

Your email address will not be published.


*