নিউজ ডেস্ক : খুলনা বিভাগের দশ জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খুলনা সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে এই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
বৈঠক শেষে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং খুলনা বিভাগীয় ট্রাক ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা।
বৈঠকে খুলনার অভ্যন্তরীণ রুটে সোমবার দুপুর থেকেই ধর্মঘট প্রত্যাহার কার্যকরের ঘোষণা দেয়া হয়। তবে বাকি নয় জেলায় সন্ধ্যার পর থেকে এই ধর্মঘট প্রত্যাহার হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর-তারেক মাসুদ নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণার প্রতিবাদে রোববার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের দশ জেলায় শুরু হয় পরিবহন ধর্মঘট।
Be the first to comment on "খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার"