নিউজ ডেস্ক : গাজীপুরে তিন বছর আগে অটোরিকশা চালক পারভেজ ভূইয়াকে হত্যার দায়ে রিপন নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন বলে জানান আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ ভূইয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৭)।
Be the first to comment on "গাজীপুরে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ"