নিউজ ডেস্ক : চট্রগ্রামে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টসে হেরে বাংলাদেশ ফিল্ডিং করতে নেমে মাত্র ২১ রানে তিন উইকেট ফেলে দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে চরম বিপর্যয় ডেকে আনে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে জো রুট ও মঈন আলী ৬০ রানের জুটি গড়লে ইংল্যান্ড চরম বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে। লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৮১। এখন ব্যাটিং করছেন জো রুট ৩৮ ও মঈন আলী ১৭ রানে। এই ম্যাচে বাংলাদেশের তিনজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে এরা হলেন কামরুল ইসলাম, মেহেদী হাসান ও সাব্বির রহমান। অভিষেকেই মেহেদী হাসান ইংল্যান্ডের দুটি উইকেট নিয়েছেন। অপর উইকেটটি পেয়েছেন সাকিব।
Be the first to comment on "চরম বিপর্যয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড"