নিউজ ডেস্ক : কোয়ান্টিকোর প্রথম পর্ব থেকেই প্রিয়াঙ্কা চোপড়া আর জেক ম্যাকলাফলিনের রসায়ন এসেছে আলোচনার কেন্দ্রে। শুধু যৌনদৃশ্যই নয়, বিপদের মুখে তাদের পারস্পরিক বোঝাপড়াও প্রশংসা করার মতো।
এভাবেই একসঙ্গে পথ হেঁটেছে প্যারিশ আর বুথ, হেঁটেছেন চরিত্রাভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া আর জেক ম্যাকলাফলিনও! এতে ক্রমশ গাঢ় হয়েছে তাদের রসায়ন।
সেই পরিণত রসায়নের প্রথম ঝলক চোখে পড়েছিল কোয়ান্টিকোর দ্বিতীয় পর্বে। আলো-আঁধারি প্রেক্ষাপটে শরীরী খেলায় ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা আর জেক। সেই যৌনদৃশ্য নিয়ে উত্তেজনা প্রশমিত হতে না হতেই আবার চমকে দিল কোয়ান্টিকো সিজন।
এবারে প্যারিশ (জেক) আর বুথকে (প্রিয়াঙ্কা) দেখা যাচ্ছে জঙ্গলের অভিসারে ধরা দিতে। ঠিক কী কারণে তাদের জঙ্গলে যাওয়া- তা এখনও জানা যায়নি। তবে, এটুকু বোঝা যাচ্ছে, তারা রয়েছেন বেশ খোশমেজাজেই। তাদের সেই অরণ্য অভিযানের বেশ কিছু ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
Be the first to comment on "জঙ্গলে নতুন অভিসারে প্রিয়াঙ্কা, চমকে দিচ্ছে ফুটেজ!"