নিউজ ডেস্ক : ইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্টে জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে ঢাকা সিরিজে ১০৮ রানের ব্যবধানে জয়লাভ করে যে সিরিজ ড্র করল তার জন্য মন্ত্রিসভা জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন করেছে।
মিরপুরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার চলা দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনে এসে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার দুই দিন হাতে রেখেই সফরকারী ইংল্যান্ডকে স্বাগতিকরা হারিয়েছে ১০৮ রানে। এ জয়ের ফলে ১-১ ব্যাবধানে ইংল্যান্ডের সাথে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম কোনো টেস্ট জয়। এর আগে মোট ৯বার টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হলেও এতদিন তাদের বিপক্ষে জয়শূন্য ছিল বাংলাদেশ।
Be the first to comment on "জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন"