শিরোনাম

জাপানের যুবরাজ মিকাসার মৃত্যু

নিউজ ডেস্ক : জাপানের বর্তমান সম্রাট আকিহিতোর চাচা জাপানি রাজ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যুবরাজ মিকাসা মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৪ মিনিটে টোকিও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে জাপানের রাজ পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের ১৩ মে যুবরাজ মিকাসা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টোকিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিউমোনিয়া থেকে মুক্তি পেলেও বয়সজনিত কারণে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালেই থাকতে হয়।সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।
চলতি বছর ডিসেম্বেরে তার বয়স ১০১ বছর হওয়ার কথা ছিল।
জাপান সরকারের সেনাবাহিনীর সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বে যুদ্ধে  অংশ নিয়েছিলেন মিকাসা। রাজপরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তিনিই এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন।
তিনি এশিয়ার প্রাচীন ইতিহাসের একজন বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন কলেজে বিষয়টি পড়িয়েছেন তিনি। তিনি জাপানের মধ্যপ্রাচ্য বিষয়ক সাংস্কৃতিক কেন্দ্রের এবং জাপান-তুর্কি সোসাইটির সম্মানিক সভাপতি হিসেবেও দায়িত্বপালন করেছেন।
৯ নাতি-নাতনি রেখে যাওয়া মিকাসার তিন পুত্র অনেক আগেই মারা গেছেন ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্রাট আকিহিতো। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও শতবর্ষী যুবরাজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাপানের যুবরাজ মিকাসার মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*