শিরোনাম

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে সোমবার(৩০মে)বেলা সাড়ে ১১ টায় তিনি এ শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নিবরে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি।এছাড়া সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া।
এরপরেই তিনি রাজধানীর বিভিন্ন স্পটে প্রতিবছরের ন্যায় এবারও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, রায়, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামুসজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি ছাড়াও মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।
কবর প্রাঙ্গনে ডক্টরস অ্যাসোসিয়েশন ও জিসাস এর উদ্যোগে রক্তদানের নির্ধারিত কর্মসূচি পুলিশের বাধার কারণে হয়নি বলে জানান বিএনপির নেতারা।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প বসে যেখানে রোগীদের বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্র দলের আয়োজনে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি ২১ মে থেকে পক্ষকালব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি শুরু করে। কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোষ্টার প্রকাশ করেছে। পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ মে)রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।
১৯৮১ সালে এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউকে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যদের অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

basic-bank

Be the first to comment on "জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*