নিউজ ডেস্ক : সম্প্রতি নিউ জার্সিতে একটি হিন্দু অধ্যুষিত এলাকার এক অনুষ্ঠানে হিন্দুদের সমর্থন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানের পোস্টারে দেখা যায় শহিদ কাপুর, মালাইকা অরোরা, প্রভু দেবাসহ কয়েকজন বলিউড তারকার ছবি। গত ২৪ সেপ্টেম্বর ‘হিউম্যানিটি ইউনাইটেড অ্যাগেইনস্ট টেরর’ শীর্ষক ওই অনুষ্ঠানটি পিএনসি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় । ট্রাম্প সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
ওই অনুষ্ঠানে ট্রাম্প ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর, যিনি ‘আর্ট অব লিভিং’ নামক একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পারফর্মও করেছেন বিশিষ্ট কোরিওগ্রাফার ও পরিচালক প্রভু দেবা, অভিনেত্রী আমিশা প্যাটেল, মালাইকা অরোরা খান।
এদিকে পোস্টারে ছবি থাকলেও অনুষ্ঠানে দেখা যায়নি শহিদ কাপুরকে। ট্রাম্প ওই অনুষ্ঠানে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর কাছে আহ্বান জানান, তারা যেন তাকে সমর্থন দেন।
Be the first to comment on "ট্রম্পের প্রচারণায় নেমেছেন বলিউড তারকারা"