শিরোনাম

তরুণ চিকিৎসকদের বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির আহ্বান

স্বাস্থ্য ডেস্ক: মেধাকে কাজে লাগিয়ে কল্যাণমুখী কাজ করার জন্য তরুণ চিকিৎসকদের বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বৃহস্পতিবার বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত “বৈজ্ঞানিক যোগাযোগ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তরুণ চিকিৎসকরা অত্যন্ত মেধাবী। তাদের এই মেধাকে রোগীদের জন্য কল্যাণমুখী গবেষণায় কাজে লাগাতে হবে। সে লক্ষ্যে বৈজ্ঞানিক যোগাযোগ সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা যেমন আবশ্যক, তেমন এ ধরণের যোগাযোগ আরো বাড়াতে হবে। বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবার জন্য কল্যাণমুখী সফল গবেষণায় তরুণ চিকিৎসকবৃন্দকে মেধাকে কাজে লাগাতে হবে।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান আরো বলেন, দেশের চিকিৎসকবৃন্দের গবেষণালব্ধ প্রবন্ধ লেখা, উপস্থাপন ও তা দেশ-বিদেশের জার্নালে প্রকাশের ক্ষেত্রে এ ধরণের সেমিনার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অ্যাসোশিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ (এপিবি)-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সায়েন্টিক সেক্রেটারি, ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ও বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা. এসএম আরাফাত। টেকনিক্যাল সেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মানজারে শামীম, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, ডা. আলেয়া নাহীদ ও ডা. শারফুল ইসলাম খান প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তরুণ চিকিৎসকদের বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*