নিউজ ডেস্ক : বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে সিরিয়ার শরনার্থী শিশুদেরকে অবৈধভাবে তুরস্কের পোশাক কারখানায় কাজে লাগানো হচ্ছে। বিবিসির টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামা একটি দল দেখেছে শিশুরা কোন প্রকার কাজের অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময়ের অনেক বেশি ঘন্টা কাজ করছে।
তারা ব্রিটিশ কোম্পানি মার্কস এন্ড স্পেন্সার এবং অনলাইন রিটেইলার এএসওস এর জন্য পোশাক তৈরি করে। এদিকে পোশাকের এই দুটি ব্র্যান্ড বলেছে তারা কোনও ধরণের শিশু শ্রম ও শোষন সহ্য করবে না।
Be the first to comment on "তুরস্কে শরণার্থী শিশুরা পোশাক বানাচ্ছে"