নিউজ ডেস্ক : দলীয় সম্মেলনে সমৃদ্ধশালী দেশ গড়তে সরকারের উন্নয়ন পদক্ষেপগুলো তুলে ধরে ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিক্তব্যের শুরুতেই শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। দলীয় নেতা-কর্মী ছাড়াও অনুষ্ঠানে আসা অন্য দলগুলোর অতিথি এবং বিশ্বের বিভিন্ন দেশের দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত সবার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বনির্ভরতা অর্জনের দিকে যাচ্ছিল, তখনই সেই ভয়াবহ হামলা হয়। ওই দিন আমার পরিবারের ১৮ সদস্য নিহত হয়েছে। এভাবে বেঁচে থাকা যে কী কষ্টের, তা যাদের স্বজন হারিয়েছে, শুধু তারাই বুঝতে পারে।’ শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধরে রেখেছে এর তৃণমূলের নেতা-কর্মীরা। তারাই দলের প্রাণ।
এলাকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর হারা, নিঃস্ব, হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, তালিকা তৈরি করুন। আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ‘দারিদ্র্য’ বলে কিছু থাকবে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। জনগণের দায়িত্ব আমাদের।’
এবার নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের।
শেখ হাসিনা আরো বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এর কোন স্থান বাংলাদেশে হবে না। দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে প্রতিষ্ঠিত করবো।
শেখ হাসিনা আরও বলেন, আমাদের সমস্ত আন্তর্জাতিক যোগাযোগ উন্নত করা হবে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই নীতিতে আমরা বিশ্বাস করি। স্বাধীনতার সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেবো। ক্ষুধামুক্ত যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তার বাস্তব রূপ নেবে।
ওই লক্ষ্য পূরণের পরিকল্পনা নিয়ে ২০তম সম্মেলন করছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি। দুদিনের সম্মেলনে নতুন নেতৃত্বও গঠন করা হবে।
আজ সকাল ১০টার দিকে এ সম্মেলন শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বিদেশি অতিথিরাও বক্তব্য দেন। সভাপতির ভাষণের পর প্রথম দিনের প্রথম অধিবেশন মুলতবি করেন শেখ হাসিনা। দুপুরে খাবারের বিরতির পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন বসবে, যেখানে নতুন নেতৃত্ব গঠিত হবে।
Be the first to comment on "দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা"