নিউজ ডেস্ক : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ অভিযুক্তকে। তবে এখনও এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
নির্যাতিতা ছাত্রী পুলিশকে জানিয়েছে, গৌরব, সানি, রোহতাস ও শচীন প্রথমে তাকে মদ্যপান করতে জোর করে। এরপর তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
তিনি স্বাভাবিক অবস্থায় ফিরলে বেশকিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানো হয়। বলা হয়, মুখ খুললেই সেই সব ছবি ছড়িয়ে দেওয়া হবে সর্বত্র। এর ফলে নির্যাতিতা ভয় পেয়ে মুখ বন্ধ রাখেন। এরপর বিনোদ তাকে গাড়িতে করে বাড়ি ছাড়তে যাওয়ার সময় রাস্তায় একটি নির্জন স্থানে গাড়ি থামিয়ে দেয়। আবারও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
প্রথমে ভয়ে পুলিশের কাছে না গেলেও ২০ ফেব্রুয়ারি লাজপত নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি, ১২০ বি, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। শুরু হয় তল্লাশি।
এরপরই গতকাল গ্রেপ্তার করা হয় রোহতাস, বিনোদ, বান্টি, গৌরব ও সানিকে। তবে সচিনকে এখনও ধরা যায়নি। তার খোঁজে চলছে তল্লাশি।
Be the first to comment on "দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণে ৫ অভিযুক্ত গ্রেপ্তার"