শিরোনাম

নতুন নির্বা্চন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে : রিজভী

নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘কাজী রকিবউদ্দিন এর পদাঙ্ক অনুসরণ করে প্রধান নির্বচান কমিশনার (সিইসি)-সহ পুরো নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝেড়েছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী প্রত্যক্ষ করছে।’
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘গতকাল সিলেটে ওসমানী নগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন কিশোর নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এছাড়া আগামী ৬ মার্চ ২০১৭ অনুষ্ঠিতব্য দেশের মাত্র কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া, পাবনাসহ অন্যান্য স্থানে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন পত্র দাখিলে বাধাসহ নির্বাচনী প্রচারণায় ভাংচুর, হামলা এবং প্রার্থীদের জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে নৈরাজ্যকর ও রক্তক্ষয়ী পরিবেশ বিরাজ করছে। লাশ পড়তে শুরু করেছে। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে এসব বিষয় নিয়ে অভিযোগ করা হলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নতুন সিইসি’র অধীনে কমিশনের কর্তৃত্বে নির্বাচনী রক্তাক্ত সহিংসতার তাপমাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে।’
রকিব উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে তুলনা প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বর্তমান কমিশন হচ্ছে মুদ্রার এপিট ওপিট’।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ মন্ত্রী-নেতারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আগাম মন্তব্য করতে শুরু করেছেন। ক্ষমতাসীনদের আজ্ঞাবাহী হয়ে আইনী প্রক্রিয়ার নামে দেশের একজন জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে পারবে না। বিএনপি চেয়ারপারনের নামে যে মামলা দায়ের করা হয়েছে সেটি মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা নির্ধারিত। এই উদ্দেশ্যপ্রণোদিত মামলার জনগণের কাছে কোন গ্রহণযোগ্যতা নেই।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নতুন নির্বা্চন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*