নিউজ ডেস্ক : নাচতে নাচতে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ফেললেন অশ্বিনী একবোড়ে নামক ভারতের এক নৃত্যশিল্পী। রবিবার সন্ধ্যায় ভারতের পুনেতে একটি নাট্যমন্দিরে এ ঘটনা ঘটেছে। মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ৪৪ বছর বয়সী অশ্বিনীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
নাচের পাশাপাশি অভিনয় করতেন অশ্বিনী। বেশ কিছু মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। মারাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে নাচের প্রতি তাঁর আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনওই ভোলেননি। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।
এমন প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে। সোনালি কুলকার্ণি, রবি যাদবের মতো অভিনেতা-অভিনেত্রীরা টুইটারে শোকপ্রকাশ করেছেন।
Be the first to comment on "নাচ শেষে মঞ্চেই মৃত্যু শিল্পীর"