শিরোনাম

নিলামে বিক্রি হলেন ‘নগ্ন ট্রাম্প’

নিউজ ডেস্ক : ২১ হাজার ৮শ’ ৭৫ পাউন্ডে বিক্রি হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। চমকে উঠবেন না, আসলে নিলামে শেষ পর্যন্ত এমনই দাম উঠল আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উলঙ্গ মূর্তির।

নিউ ইয়র্ক, সান ফ্রানসিস্কো, ওহায়ো ও সিয়াট্‌ল শহরের বেশ কয়েকটি প্রকাশ্য স্থানে গত কয়েক সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের উলঙ্গ মূর্তি বসেছে। মূর্তিগুলির বৈশিষ্ট হল, তাদের একটিতেও অণ্ডকোষের অস্তিত্ব নেই। আসলে ট্রাম্প বিরোধীদের ‘দ্য এম্পারর হ্যাস নো বল্‌স’ বিক্ষোভের প্রতীক হিসেবেই মূর্তিগুলি বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে রিপাবলিকান দলের তরফে প্রতিবাদ ওঠার পরে উবঙ্গ মূর্তিগুলি সরিয়ে ফেলা হয়েছে।

এমনই একটি মূর্তি সম্প্রতি লস এঞ্জেলেসের এক অনলাইন সংস্থার উদ্যোগে নিলামে তোলা হয়। জানা গেছে, উলঙ্গ ট্রাম্পমূর্তিটি শেষ পর্যন্ত ২১,৮৭৫ পাইন্ডে বিক্রি হয়েছে। তবে ক্রেতার পরিচয় জানায়নি নিলাম সংস্থা। নিলামের লভ্যাংশের কিছুটা দান করা হবে উদ্বাস্তু কল্যাণ সংস্থার তহবিলে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে গিয়ে শরণার্থী সঙ্কটের সমাধানে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে পাঁচিল তুলে দেওয়া প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প স্বয়ং।

নিলাম সংস্থা ‘জুলিয়েন’-এর তরফে এক মুখপাত্র জানিয়েছেন, ‘মূর্তিটি নিলামে তোলার পরেই সম্ভাব্য ক্রেতাদের থেকে দ্রুত ডাক আসতে শুরু করে। ট্রাম্পের শরীরের দখল নিতে সকলেই উদগ্রীব ছিলেন।’

যৌন কেচ্ছা এবং জাতপাতের অভিযোগে নির্বাচনী প্রচারে বেরিয়ে রীতিমতো কোণঠাসা ট্রাম্প। কিছু দিন আগে একটি সাক্ষাত্‍কারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর না দিয়ে তিনি সাক্ষাত্‍কার মঞ্চ ছেড়ে চলে যান। তবে চলে যাওয়ার আগে নিজেকে দেশের সবচেয়ে ধর্মনিরপেক্ষ ব্যক্তি বলে তিনি দাবি জানান। এর পর থেকেই বিরোধীরা সত্যের মুখোমুখি হওয়ার জন্য তাঁর সাহস সম্পর্কে নানান টিপ্পনি কাটা শুরু করেন। বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছয় যখন একাধিক শহরে রাতারাতি ট্রাম্পের নগ্ন মূর্তি বসানোর হিড়িক পড়ে যায়। পরে অবশ্য রিপাবলিকানদের আপত্তিতে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে।

সূত্র: এই সময়

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিলামে বিক্রি হলেন ‘নগ্ন ট্রাম্প’"

Leave a comment

Your email address will not be published.


*