শিরোনাম

নড়াইলে গুলিবিদ্ধ যুবক গোপনে ঢাকায় চিকিৎসাধীন

নড়াইলে গুলিবিদ্ধ যুবক গোপনে ঢাকায় চিকিৎসাধীন

নিউজ ডেস্ক॥ নড়াইলে প্রনব নন্দি নামে এক যুবক রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশের নিরবতায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ প্রনব নন্দিকে ঘটনার রাতেই কঠোর গোপনীয়তা অবলম্বন করে ঢাকা নিয়ে যাওয়া হয়। কিছুই জানানো হয়নি তার পরিবারকে। এদিকে ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি। উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্রটি। এতে এলাকায় অজানা আতংক বিরাজ করছে।

জানাগেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারের মিষ্টির দোকানি তারাপদ নন্দীর ছেলে প্রনব নন্দী (৪০) গত ১৪এপ্রিল গভীর রাতে গুলিবিদ্ধ হন। ঘটনার সময় সেখানে শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের কেষ্ট’র ছেলে কিশোর স্বর্নকার, প্রনব ও তাদের কয়েকজন বন্ধু ছিলো বলে জানা গেছে। কেউ বলছেন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের নড়াইল-মাইজপাড়া সড়কের বেলতলা এলাকায় প্রনব গুলিবিদ্ধ হন। আবার কেউ বলছেন আশে পাশে অন্য কোথাও এ ঘটনা ঘটেছে। ওই রাতেই চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রনবের গুলি লাগার ঘটনা তার পরিবারকে না জানিয়েই সঙ্গি রহস্যময়ী স্বর্নকার কিশোর নিরব থাকেন। পরে ফোনে প্রনবের পরিবারকে জানান তিনি, নড়াইল-মাইজপাড়া সড়কের শাহাবাদ ইউনিয়নের বেলতলা নামকস্থানে তাকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহাবাদের ইউপি চেয়ারম্যান পান্না তাকে দেখাশুনা করছে বলে জানা গেছে। রহস্যজনক গুলিতে প্রনব আহতের ঘটনা প্রথমে লোকজনেরা কিছুই জানতে পারেনি। এমনকি মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকেও জানানো হয়নি। কেউ থানায় কোন মামলা বা জিডিও করেননি । সতর্কতার সাথে বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। ঘটনার কয়েকদিন পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। গুলি লাগার ঘটনা জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠেছে নড়াইল হতে শাহাবাদ যাওয়ার পথে বাগবাড়ি-রঘুনাথপুর এলাকায় কোন এক নির্জন স্থানে প্রনব ও তার সঙ্গীরা ১লা বৈশাখ উদযাপনে মাতোয়ারা ছিল। তারা সেখানে সকলে মদ্যপানে মত্য ছিলো। তাদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্রে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা এলাকাবাসির। গুলিতে প্রনব আহত হয়। এদিকে প্রনবের সঙ্গী কিশোর অসংলগ্ন কথায় মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি,তবে তিনি বিষয়টি শুনেছেন এবং গোপন অনুসন্ধান চলাচ্ছেন। তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে গুলিবিদ্ধ যুবক গোপনে ঢাকায় চিকিৎসাধীন"

Leave a comment

Your email address will not be published.


*