শিরোনাম

নড়াইলে প্রশাসনের নাকের ডগায় সড়ক দখল ইট,বালু ও খোয়া ব্যবসা

নড়াইলে প্রশাসনের নাকের ডগায় সড়ক দখল ইট,বালু ও খোয়া ব্যবসা

নিউজ ডেস্ক॥ নড়াইলের পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক দখল করে ইট,বালু ও খোয়ার ব্যবসা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের মোহনের ছেলে নোমান দীর্ঘ দিন ধরে এ ব্যাবসা করে আসছেন। শহরের আলাদৎপুর এলাকায় পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক দখল করে অবৈধভাবে ইট,বালু ও খোয়া ব্যবসা যেন বৈধতা পেয়েছে! সড়ক দখল করে এ ব্যবসা করায় পথচারি ও যান চলাচলে চরম সমস্যা হচ্ছে। কেউ কিছু বলতে গেলে নোমান তার সাথে মারমুখি আচরন করে। সড়ক দখল করে এ ব্যবসা করায় প্রায়ই ছোট বড় দূর্ঘটনা ঘটেই চলেছে। এ ব্যাপারে নোমানের সাথে যোগযোগ করলে তিনি জানান, সড়কের পাশে মালামাল রাখা হয়। এতে কোন সমস্যা হয় না। সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে প্রশাসনের নাকের ডগায় সড়ক দখল ইট,বালু ও খোয়া ব্যবসা"

Leave a comment

Your email address will not be published.


*