শিরোনাম

নড়াইলে ভুল চিকিৎসায় শিশু মৃত্য

নড়াইলে ভুল চিকিৎসায় শিশু মৃত্য

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের চাঁচুড়ী বাজারে পল্লীচিকিত্সক বিপ্লব সাহার ভুল চিকিত্সায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকাল ৫টার দিকে নাফিজ সর্দার নামে তিন মাস ১০ দিন বয়সী ওই শিশু মারা যায়। নাফিজ সরদার নড়াইলের ফুলদহ গ্রামের চাঁচুড়ী বাজারের মুদি ব্যবসায়ী হাছান সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সর্দি-জ্বর,শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত নাফিজের চিকিৎসার জন্য চাঁচুড়ী বাজারের কথিত পল্লীচিকিৎসক বিপ্লব সাহার কাছে নিয়ে গেলে ব্যবস্থাপত্রে জোফ্রা ৪ মিলিগ্রাম ট্যাবলেট ও ফ্লাকোল ড্রপ খাওয়ানোর পরামর্শ দেন। এর পর ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পুনরায় ওই চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি নড়াইল সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় ওই শিশুটি। এদিকে শিশু নাফিজের মৃত্যুর পরপরই বিপ্লব সাহা তার ডিস্পেনসারি বন্ধ করে লাপাত্ত্বা হন। চাঁচুড়ী বাজারে তার একটি ওষুধের ফার্মেসিও রয়েছে। নিহত শিশুর চাচি শিল্পী বেগম বলেন, বিপ্লব সাহার ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’ তবে ভুল চিকিৎসার অভিযোগ নাকচ করে বিপ্লব সাহা বলেন, ‘শুক্রবার সকালে শিশুটির বমি হওয়ার কারণে একটি ট্যাবলেট দিয়েছিলাম। আমার ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়নি। সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে বিকালে মোটরবাইকযোগে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত বাতাস লেগে শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হতে পারে।’নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ গণি, জানান, ‘এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে ভুল চিকিৎসায় শিশু মৃত্য"

Leave a comment

Your email address will not be published.


*