নিউজ ডেস্ক॥ নড়াইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহনকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৪মার্চ) সকাল ১১ টায় সড়ক ও জনপথ খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা সিফাত মেহনাজ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করেন। জানা গেছে, ভাটিয়াপাড়া-কালনা-নড়াইল-যশোর মহাসড়কসহ নড়াইল শহরের ২৬ কিলোমিটার সড়ক পর্যন্তু এ অভিযান চালানো হবে।
সড়ক ও জনপথ (সওজ) খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরীকারীদের উচ্ছেদ করে জমি দখল মুক্ত করা হচ্ছে।
নড়াইলে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Be the first to comment on "নড়াইলে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু"