নিউজ ডেস্ক : দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
বুধবার (২৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উভয় ঘাট সংশ্লিষ্টরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, রাতে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকার কারণে দীর্ঘ লাইন জমে যায়। এতে দেড় শতাধিক ট্রাক ও ৭০ থেকে ৮০টি বাস নদী পারের অপেক্ষায় রয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপেজলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘাটের পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় দেড় শতাধিক ট্রাক থাকলেও কোনো বাস নেই। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বাসগুলো ঘাটে আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে ইউটিলিটি ফেরি মাধবীলতা।
Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক"