নিউজ ডেস্ক : ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জের ধরে ছেলে ও মা বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীরা হলো: জেলার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের কৃষক আব্দুল আলীমের স্ত্রী রুবিনা খাতুন (৩০) ও ছেলে রামিম (৫)। রবিবার সকালে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ভেড়ামারা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও ছেলে সবার অজান্তে দুপুরে বিষপান করে। প্রতিবেশীরা জানতে পেয়ে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আমাদের নিকট কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তারপরেও আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment on "পারিবারিক কলহে মা-ছেলের বিষপানে মৃত্যু"