নিউজ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় একটি পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে ‘দৈনিক নবতান’ পত্রিকার সাংবাদিক হাফিজুর রহমান (২৬) নিহত হয়েছেন। লাশ তারাকান্দি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বাসটি এলাকাবাসী আটক করে রেখেছে। তবে বাসের ড্রাইভার পলাতক রয়েছে।
জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে একটি পিকনিকের বাস উচ্চ স্বরে মাইক বাজিয়ে তারাকান্দি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। যমুনা সারকারখানা মোড়ে এলে পাশে দাড়িয়ে থাকা ‘দৈনিক নবতানের’ সাংবাদিক হাফিজুর রহমানকে চাপা দেয়। হাফিজুর ঘটনাস্থলেই মারা যান।
হাফিজুর দুই বছর আগে বিয়ে করেছেন। হাফিজুরের অকাল মৃত্যুতে সরিষাবাড়ীর বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গভীরভাবে মর্মাহত। তরুণ সাংবাদিক হাফিজুর রহমানের এলাকা ও বাড়িতে এখন শোকের মাতম চলছে।
Be the first to comment on "পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত"